চট্টগ্রামের সীতাকুন্ডে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ছাড়া ত্রাণ দিয়ে ফেরার পথে কুমিল্লায় ভূমি কর্মকর্তা এবং শরীয়তপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
চট্টগ্রাম : গতকাল রাত ৭টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাউসার হোসেন (৪৫) ও তার মেয়ে কাশফি (১১)। বারো আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক দীপক কুমার শীল বলেন, ফৌজদারহাট এলাকায় একটি সড়ক দুর্ঘটনা হয়েছে। মহাসড়কের ঢাকামুখী মোটরসাইকেলে করে বাবা-মেয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। কুমিল্লা : মনোহরগঞ্জে ত্রাণ দিয়ে ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় তাদের বহন করা ট্রাক্টর উল্টে প্রাণ হারিয়েছেন এক ভূমি কর্মকর্তা। এ সময় আরও চারজন আহত হয়েছেন। জেলার লালমাই উপজেলার কাপাসতলা এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সেখ ফজলে রাব্বী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত আনিসুর রহমান বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নামতলা গ্রামের আলী আকবরের ছেলে। তিনি চট্টগ্রামের সীতাকুন্ডের টেরিয়াইল ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। শরীয়তপুর : সখিপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এনামুল হক (২৮) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে সখিপুর থানার ওসি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে সখিপুর থানার মোল্লারহাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত এনামুল পটুয়াখালী সদর উপজেলার রুহুল আমিনের ছেলে।