সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ভাঙচুর

সাতক্ষীরা প্রতিনিধি

চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। পাটকেলঘাটা বাজারে পৃথক স্থানে শনিবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বিএনপি সমর্থিত আনন্দ টিভির সাংবাদিক হাসানুর রহমানের পাটকেলঘাটা বাজারের মিনিস্টার শোরুম। সেখান থেকে মালামাল লুটের অভিযোগ আছে। রাতে আরেক দফায় সরুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি রাশেদুল হক রাজুর তৈলকুপি গ্রামের বাড়িতে হামলা হয়েছে। হাসানুর রহমান জানান, পাটকেলঘাটা থানা সদরে বাঁধন শপিং কমপ্লেক্সের সামনে দলের কয়েকজনের সঙ্গে তিনি কথা বলছিলেন। এ সময় সরুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি রাশিদুল হক রাজু ও তালা উপজেলা যুবদলের সদস্য সচিব মন্টু, মজিদ, বিল্লালসহ ২০-৩০ জন তার ওপর হামলা ও পল্লী বিদ্যুৎ রোডে ব্যবসায়িক প্রতিষ্ঠানের শোরুমে ভাঙচুর ও লুটপাট চালায়। সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজু জানান, হাসানুর অপপ্রচার করে দলের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন। পাটকেলঘাটা থানার ওসি জানান, বিষয়টি তিনি শুনেছেন।

সর্বশেষ খবর