সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিদিন ডেস্ক

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনাজপুরে দোয়া মাহফিলে নেতা-কর্মীরা

দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে সারা দেশে গতকাল প্রতিষ্ঠাবার্ষিকীর সংক্ষিপ্ত আয়োজন করেছেন বিএনপি। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা এবং বন্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা।  নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- রংপুর : নগরীর মেডিকেল পূর্ব গেট বায়তুর রমজান জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়নসহ মহানগর বিএনপির সদস্যরা উপস্থিত ছিলেন।

বগুড়া : জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি গোলম মোহাম্মদ সিরাজ প্রমুখ। সিরাজগঞ্জ : শহরের ইবি রোডে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্ঠমাল্য অপর্ণ এবং বিকালে বন্যা, বৈষম্যবিরোধী আন্দোলন ও স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমলে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গাইবান্ধা : বিকালে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহসভাপতি মোর্শেদ হাবীব সোহেল, শহিদুজ্জামান শহীদ, আবদুল আউয়াল আরজু প্রমুখ উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম : দুপুরে শহরের দাদা মোড় রেলঘুন্টি এলাকায় জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি সভাপতি তাসভিরুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন সাবেক এমপি ওমর ফারুক, বিএনপি নেতা আবদুল আজিজ, সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমুখ। দিনাজপুর : বিকালে শহরের জেল রোডে দলীয় কার্যালয়ে জেলা কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আবদুল খালেক।

সর্বশেষ খবর