সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু, অফিস ঘেরাও

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্টে তাওহিদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার দোগাছি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অফিসের সামনে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। তাওহিদ দোগাছি গ্রামের সৌদি প্রবাসী রাসেল শেখের ছেলে। সে সান্তাহার একাডেমির ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে একটি ধানের খেতের পাশে কয়েকটি মাছ ভেসে থাকতে দেখে তাওহিদ। পরে ওই মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী আরও জানায়, বিদ্যুতের খুঁটি থেকে একটি তার ছিঁড়ে ধানের জমির পানিতে পড়ে ছিল। ওই তারেই বিদ্যুতায়িত হয়ে তাওহিদের মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, শনিবার ওই খুঁটিতে স্পার্কিং হচ্ছিল। বিষয়টি স্থানীয়রা বিদ্যুৎ বিভাগকে বার বার জানালেও কোনো লাভ হয়নি। বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যুর প্রতিবাদে  শত শত মানুষ নেসকো অফিসের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে।

সর্বশেষ খবর