সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

আন্দোলনে শহীদ সাত পরিবারের পাশে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাতজনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বগুড়া জেলা বিএনপি। পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়ে দলের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গতকাল সাতজনের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান নেতারা।

বগুড়ার শহীদরা হলেন- শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টির শহীদ সিয়াম হোসেন, ইসলামপুর হরিগাড়ীর সেলিম উদ্দিন, এরুলিয়ার বানদীঘির আবদুল মান্নান, রিপন ফকির, বগুড়া সদরের রাজাপুর কুটির বাড়ির মাহফুজ, চক আকাশ তাঁরা গ্রামের কমর উদ্দিন খান বাঙ্গি। নিহত হয়েছেন শহরের বৃন্দাবন পাড়ার শিমুল মন্ডল। সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল  করিম বাদশা, জেলার সাবেক আহ্বায়ক গোলাম সিরাজ, বগুড়া বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক সহিদ-উন নবী সালাম প্রমুখ।

সর্বশেষ খবর