মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ব্রিজের নিচে ড্রেন নির্মাণ পানিপ্রবাহ ব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে পৌর শহরের মহিলা কলেজ সড়কের অপর্ণা চৌধুরীপাড়া এলাকায় একটি ব্রিজের নিচে ড্রেন নির্মাণ ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে। নগর পরিচালনা অবকাঠামো প্রকল্পের আওতায় বিদেশি অর্থায়নে ৮০ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়। ঐতিহ্যবাহী একটি পাহাড়ি ছড়ার স্বাভাবিক পানি চলাচল ব্যাহত করে ১০ ফুটের ড্রেন নির্মাণের কাজটি করছে খাগড়াছড়ি পৌরসভার প্রকৌশল বিভাগ। এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা গেছে, সম্প্রতি কয়েক দফায় বন্যায় ডুবে যায় পৌর শহরের অধিকাংশ এলাকা। পানি কমে গেলে ঠিকাদার ও প্রকৌশল বিভাগ অনেকটা চুপিসারে ব্রিজের নিচে ছড়ার কাদামাটির মধ্যেই ড্রেন নির্মাণকাজ প্রায় শেষ করে। এলাকাবাসীর অভিযোগ, এখানে অনেক পুরনো একটি ছড়া ছিল। পৌরসভা এ ছড়ার স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত করে তার ওপর ১০ ফুটের একটি ড্রেন নির্মাণ করে। যার ফলে এবারের চার দফার বন্যায় অর্পনা চৌধুরীপাড়াসহ বেশ কয়েকটি এলাকা পানিতে ডুবে যায়। এ ব্যাপারে পৌর প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, রিপ কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৮০ লাখ টাকা ব্যয়ে এই ড্রেন নির্মাণের কাজ করছে। তিনি আরও বলেন, বিষয়টি আমার চোখে পড়েনি। তবে এটি ভাঙার ব্যবস্থা করছি। নির্বাহী প্রকৌশলী আরও বলেন, দেয়াল নির্মাণের জন্য তাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। অতি দ্রুত এটিও ভেঙে দেওয়া হবে।

সর্বশেষ খবর