বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ভোলায় হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর চাপ

ভোলা প্রতিনিধি

ভোলায় হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর চাপ

ভোলা জেনারেল হাসপাতালে কয়েকদিন ধরে বেড়েছে নিউমোনিয়াসহ জ্বর-ঠান্ডাজনিত রোগীর চাপ। প্রতিদিন প্রায় ১০০ শিশু রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। শয্যার চেয়ে তিন-চার গুণ বেশি রোগী থাকায় থাকতে হচ্ছে হাসপাতালের মেঝেতে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হঠাৎ অতিরিক্ত নিউমোনিয়া রোগী বেড়ে যাওয়া এবং ডাক্তার ও নার্স সংকট থাকায় যথাযথ চিকিৎসাসেবা দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে। আবহাওয়ার পরিবর্তনে শিশুদের ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। তাই এমন সমস্যয় পড়তে হচ্ছে। ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সৈয়দ আবু আহাম্মদ শাফী জানান, এ হাসপাতালে  শিশু ওয়ার্ডে বেড রয়েছে ৫০টি। এ ছাড়া স্ক্যানো (অতি গুরুত্বপূর্ণ) রোগীদের জন্য ২৪টি বেড আছে। সোমবার ভর্তি ছিল ৩০১ জন। আবহাওয়ার পরিবর্তনের কারণে বর্তমানে শিশুদের ঠান্ডাজনিত রোগের প্রকোপ কিছুটা বেড়েছে। গত এক সপ্তাহে এখানে ভর্তি হয়েছে ৩২২ জন। প্রতিদিন গড়ে ১০০-এর বেশি শিশু রোগী ভর্তি হয়ে থাকে। তাছাড়া ২৫০ শয্যার হাসপাতাল হলেও মূলত ১০০ শয্যার জনবল দিয়ে চলছে ভোলা সদর হাসপাতাল। এখানে চিকিৎসক থাকার কথা ৬০ জন। আছেন ২০ জন। নার্স থাকার কথা ৮৬ জন। আছেন ৫২ জন। এর মধ্যে আবার ছুটির বিষয় আছে। ২৪ ঘণ্টায় গড়ে কর্মরত থাকেন ৪৫ জন নার্স। এই স্বল্পসংখ্যক জনবল দিয়ে এত অধিক সংখ্যক রোগীর যথাযথ চিকিৎসা সেবা চালিয়ে যাওয়া কষ্টসাধ্য। তার পরও যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। চেষ্টা চলছে। আরও কিছু চিকিৎসক, নার্স পেলে এই সমস্যা কিছুটা লাঘব হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর