বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
বিএনপি অফিস ভাঙচুর

১১ বছর পর সাবেক এমপি দুই ওসির বিরুদ্ধে মামলা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়ায় বিএনপির সভায় গুলি, লাঠিপেটা এবং দলীয় কার্যালয় ভাঙচুরের ১১ বছর পর আদালতে দুটি মামলা হয়েছে। চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি জাফর আলম, চকরিয়া থানার তৎকালীন দুই ওসি, দুই এসআইসহ আসামি করা হয়েছে ২১ জনকে। মামলা দুটি তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেওয়ার জন্য কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার বিকালে একটি মামলা করেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা যুবদল নেতা মোহাম্মদ জাকারিয়া। একই দিন করা অন্য মামলার বাদী উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকার বাসিন্দা বিএনপি নেতা আল কুয়াছ। জাকারিয়ার আইনজীবী গোলাম সরওয়ার জানান, ২০১৩ সালের ৯ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য জাফর আলমের নেতৃত্বে হামলা হয়। এ সময় মামলার বাদী জাকারিয়াসহ বিএনপি ও যুবদলের একাধিক নেতা-কর্মী গুলিবিদ্ধ ও লাঠিপেটায় আহত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর