শিরোনাম
বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

চাকরি জাতীয়করণ, শিক্ষক সমিতি জেলার আহ্বায়ক ও ডেমাজানি উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলা প্রত্যাহার এবং জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কর্মচারীদের পদত্যাগ, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন করা হয়েছে। গতকাল শেহরের সাতমাথায় এ মানববন্ধনের আয়োজক শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বগুড়া জেলা। সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলমের সভাপতিত্বে ও বাশিস জেলা যুগ্ম আহ্বায়ক মো. মাহিনুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের মহাসচিব আজিজুল হক রাজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক সমিতি বগুড়া জেলার সদস্য সচিব ও ঐক্যজোট জেলার সিনিয়র সহসম্পাদক মিজানুর রহমান, অধ্যক্ষ মাহবুবুল আলম, কর্মচারী ফেডারেশনের জেলার সম্পাদক বি এম ওবাইদুর রহমান বেনু, জাহাঙ্গীর আলম। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির নেতা মো. বেলাল উদ্দিন, খন্দকার আবদুল ওয়াদুদ, তোফায়েল আহম্মেদ, আবদুল করিম, হারুন অর রশিদ, অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুল, বুলবুল হোসেন, আলাউদ্দিন, নূর মোহাম্মদ শহীদ, সোহেল রানা, বখতিয়ার হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক মামুনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক হত্যা মামলা অবিলম্বে প্রত্যাহারসহ শিক্ষক-কর্মচারীদের প্রতি নির্যাতন বন্ধ করতে হবে। প্রধান শিক্ষকসহ যেসব শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে তাদের সঠিক তদন্ত করে পুনরায় চাকরিতে বহাল করতে হবে। এ সময় নেতৃবৃন্দ দাবি আদায়ের জন্য বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর