বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সংঘর্ষে রণক্ষেত্র তিন স্থান

প্রতিদিন ডেস্ক

নড়াইলে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কোপানোর জের ধরে সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের জের ধরে সংঘর্ষ ১০ জন আহত হয়েছেন। এছাড়া মাদারীপুরে ১০ বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। প্রতিনিধিদের পাঠানো খবর। নড়াইল : কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে আতাউর রহমান আফতাব নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখমের জের ধরে গতকাল দুই পক্ষের সংঘর্ষে এক মহিলাসহ আহত হয়েছেন ১৫ জন। গতকাল কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জের ধরে কালিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও বাবরা-হাচলা ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পিকুলের সঙ্গে কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আতাউর রহমান আফতাবের দ্বন্দ্ব চলে আসছিল। ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পিকুলের কাছে হেরে যান আফতাব। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব আরও চরমে ওঠে। আফতাবের অভিযোগ রবিবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হয়ে কাঞ্চনপুর জাহাঙ্গীর মুন্সির বাড়ির সামনে পৌঁছালে পিকুলের লোকজন কুপিয়ে তার বাম হাত বিচ্ছিন্ন করে ফেলে। মাদারীপুর : সদর উপজেলায় বিএনপির ১০ নেতা-কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বিগত আওয়ামী লীগ সরকারের কর্মকান্ড নিয়ে সমালোচনা করায় এ ঘটনা ঘটে বলছে ভুক্তভোগীরা। এ ঘটনায় গতকাল মাদারীপুর সদর থানায় অভিযোগ দিয়েছে তারা। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ বাজারে এ হামলার ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলায় আওয়ামী লীগ নেতা এলেম খাঁকে গ্রেপ্তারের জের ধরে গতকাল সদর উপজেলার বড়হরণ গ্রামে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।

সর্বশেষ খবর