বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

পুলিশ কনস্টেবল হত্যায় একজনের মৃত্যুদন্ড

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল মো. পারভেজ হত্যা মামলায় একজনকে ফাঁসি ও দুজনকে ১০ বছর করে কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-১ এর বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায় ঘোষণা করেন।

মৃত্যু দন্ডপ্রাপ্ত আবু তাহের (৩২) কক্সবাজার শহরের ঘোনারপাড়া আবুল কালামের ছেলে।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, শহরের বাদশাহঘোনা নতুনপাড়া এলাকার শাহ আলমের ছেলে আবদুল মালেক ও ঘোনারপাড়া বড় কবরস্থান এলাকার শাহ আলম সওদাগরের ছেলে মো. খালেদ খোকন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোজাফফর আহমদ হেলালী এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালে ২৩ জুলাই কক্সবাজার শহরের জাম্বুর মোড় এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মারা যান ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল মো. পারভেজ। আসামি পক্ষের আইনজীবী নুরুল মোস্তফা মানিক বলেন, ‘আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’

 

সর্বশেষ খবর