শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ফুসফুসে গুলি নিয়ে কাতরাচ্ছেন রাশেদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া শহরের বিরাসার এলাকায় ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুরুতর আহত হন মাদরাসা শিক্ষার্থী রাশেদ মিয়া। তার বুকে দুটি গুলি ঢুকে যায়। অপারেশন করে একটি বের করা হলে অন্যটি এখনো ফুসফুসে আটকে আছে। কঠিন যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন তিনি। জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা তার সুচিকিৎসার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাবরাবর স্মারকলিপি দিয়েছেন। জানা যায়, জেলা শহরের দারুল কোরআন আল ইসলামিয়া মাদরাসা নাজারাত শাখার শিক্ষার্থী রাশেদ গুলিবিদ্ধ হলে প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেলে নেওয়া হয়। পরে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার অপারেশন হয়। একটি গুলি বের হলেও অন্যটি বের করতে পারেননি চিকিৎসকরা। এরপর গ্রামের বাড়ি চলে আসেন রাশেদ। নতুন করে ব্যথা শুরু হলে ২২ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। শিক্ষার্থীরা তার চিকিৎসায় এগিয়ে আসায় ৪ সেপ্টেম্বর তাকে পাঠানো হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। দরিদ্র পরিবারের সন্তান রাশেদ। ছয় ভাইবোনের মধ্যে তিনি পঞ্চম। রাশেদ মিয়া বলেন, ‘সহপাঠীদের সঙ্গে ছাত্র আন্দোলনে অংশ নিই। গুলি লাগার পর আর কিছু বলতে পারি না। চিকিৎসকরা জানিয়েছেন একটি গুলি বুকের মধ্যে রয়ে গেছে। অনেক কষ্ট হচ্ছে।’ চিকিৎসক এ কে এম মুরাদ জানান, তার ফুসফুসে একটি গুলি এখনো আটকে রয়েছে। এ গুলি থেকে ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে যেতে পারে।

 

সর্বশেষ খবর