শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সড়কে ঝরল সাত প্রাণ

প্রতিদিন ডেস্ক

সড়কে ঝরল সাত প্রাণ

সাত জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। বুধবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- কুড়িগ্রাম : কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ত্রিমোহনী বাজার এলাকায় গতকাল দুপুরে ট্রাকচাপায় মারা গেছেন আবদুল মতিন (৪৭) নামে একজন পল্লী চিকিৎসক। গোপালগঞ্জ : কাশিয়ানীতে গতকাল সকালে বাসের ধাক্কায় কানাই বিশ্বাস (৩০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তিনি কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের পূর্নেন্দু বিশ্বাসের ছেলে। ফরিদপুরের সদরপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন। সিলেট : দক্ষিণ সুরমায় গাড়িচাপায় রানা আহমেদ নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দক্ষিণ সুরমার তেতলি পয়েন্টে সিলেট-ঢাকা মহাসড়কে বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর : ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপভ্যানের হেলপার নিহত এবং তিনজন আহত হয়েছেন। গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল উদ্যানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নাটোর : বড়াইগ্রামে বুধবার রাতে দুই মোটর সাইকেলের সংঘর্ষে শফিকুল ইসলাম শফি (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গাইবান্ধা : গোবিন্দগঞ্জে পাথরবোঝাই একটি বিকল ট্রাকে বালুবাহী আরেকটি ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক হেলপার। নিহত ট্রাক চালক সজিব মিয়া (২৫)। দিনাজপুর : বিরামপুরে গ্যাসের সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে তার নিচে চাপা পড়ে গণেশ চন্দ্র রায় নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর