শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
সারিয়াকান্দি প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ

শত শত নারী চাকরির সুযোগ থেকে বঞ্চিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

শত শত নারী চাকরির সুযোগ থেকে বঞ্চিত

সারিয়াকান্দি উপজেলার মা ফাতেমা নারী প্রশিক্ষণ কেন্দ্র -বাংলাদেশ প্রতিদিন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মা ফাতেমা (রা) নারী প্রশিক্ষণ কেন্দ্র ৮ মাস ধরে বন্ধ থাকায় চাকরির সুযোগ প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন শত শত গ্রামীণ নারী। ৮ মাস আগে চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ডিডব্লিউ.এ-ইউসেফ বাংলাদেশের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে এই নারী প্রশিক্ষণ কেন্দ্রের। ফলে এ প্রতিষ্ঠানের নারী প্রশিক্ষণ কার্যক্রম এখন বন্ধ। জানা গেছে, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা দুটি নদী ভাঙন এলাকা। যমুনা নদীর গ্রাসে সহস্র মানুষ তাদের ভিটে-মাটিহারা হয়েছে। অনেকেই সব হারিয়ে ভাসমান জীবন যাপন করছেন। কেউ বা নিজেকে বাঁচিয়ে রাখতে নদীপারে বসত গড়েছে। কেউ নদী ভাঙনের হাত থেকে নিজেকে বাঁচাতে অন্যত্র চলে গিয়ে স্বাভাবিক আবার কেউ বা প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন। প্রতি বছর এলাকায় কর্মহীন লোকের সংখ্যা বাড়ছে। কর্মহীন লোকের সংখ্যা কমাতে সরকারিভাবে সারিয়াকান্দি উপজেলায় মা ফাতেমা (রা) নারী প্রশিক্ষণ কেন্দ্রটি ২০০০ সালে প্রতিষ্ঠা লাভ করে। এরপর ২০০৬ সালে কেন্দ্রটি রাজস্ব খাতে অন্তর্ভুক্তি হয়। ২০১৪ সালে গ্রামীণ অবহেলিত নারীদের জন্য শুরু হয় সিএনজিচালিত থ্রি হুইলার ড্রাইভিং এবং মোটরসাইকেল মেকানিক্স প্রশিক্ষণ কোর্স। তখন থেকেই কেন্দ্রটিতে গ্রামীণ দরিদ্র, স্বামী পরিত্যক্তা এবং বাল্যবিয়ের শিকার নারীদের বিভিন্ন দক্ষতামূলক প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত সারিয়াকান্দি পৌর এলাকার শিলা আক্তার জানান, প্রশিক্ষণ কেন্দ্রটি বন্ধ থাকায় তার মতো অসহায় নারীরা নিজের পায়ে দাঁড়ানো থেকে বঞ্চিত হচ্ছেন।

সর্বশেষ খবর