শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

হাসপাতালে বিক্রি খোলা খাবার

বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সচেতনতা বৃদ্ধির পরামর্শ

ঠাকুরগাঁও প্রতিনিধি

হাসপাতালে বিক্রি খোলা খাবার

হকারের কাছ থেকে খাবার কিনে খাচ্ছে হাসপাতালে আসা শিশুরা

২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে প্রকাশ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খোলা খাবার বিক্রি করছেন ফেরিওয়ালারা। জেলার পাঁচ উপজেলার মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল এ হাসপাতাল। চিকিৎসাধীন রোগী ও স্বজনরা বলছেন, প্রকাশ্যে এভাবে খোলা খাবার বিক্রিতে হুমকির মুখে পড়তে পারে জনস্বাস্থ্য। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, এসব বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে সবাইকে সচেতন থাকার পাশাপাশি এসব খাবার না কেনারও পরামর্শ দেন তারা। সরেজমিনে দেখা যায়, ২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মেডিসিন বিভাগে প্রকাশ্যে একটি খোলা ট্রেতে প্রতি পিস নারকেল ১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে; যা দেখে অনেক শিশু খাওয়ার জন্য বায়না ধরছে। উপায় না পেয়ে অস্বাস্থ্যকর এসব খাবার কিনে দিচ্ছেন অভিভাবকরা। কাছে গিয়ে পরিচয় জানতে ও ছবি তুলতে গেলেই ক্যামেরা দেখে পালিয়ে যান সেই নারিকেল বিক্রেতা। শুধু মেডিসিন বিভাগে নয়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি করা হচ্ছে চাল ভাজা, চানাচুরসহ বিভিন্ন রকমের খাবার। ভবনের বাইরে হাসপাতাল প্রাঙ্গণে, পুরাতন ভবনের নিচেও চোখে পড়ে আরও বেশ কিছু ফেরিওয়ালা। রোগী ও স্বজনদের কাছে বিক্রি করা হচ্ছে এসব খাবার। রোগীর স্বজনরা বলছেন, এসব ফেরিওয়ালা কোনো কিছুরই তোয়াক্কা করেন না। ভিতরে বিক্রি হচ্ছে খোলা খাবার। দেখার যেন নেই কেউ। খোলা খাবার বিক্রি দ্রুত বন্ধের দাবি রোগাী ও স্বজনদের।

সর্বশেষ খবর