শিরোনাম
রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

পরশুরামে ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা

ফেনী প্রতিনিধি

ফেনীর পরশুরামে বাসার সামনে সরকারি ড্রেনের ওপর দিয়ে চলাচলকে কেন্দ্র করে বাগবিত ায় গিয়াস উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়া গ্রামে গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গিয়াস উদ্দিন পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় পুলিশ আবুল হাশেম (৫৩) ও জাফর আহমেদ (৫৫) নামে দুজনকে আটক করেছে। গিয়াস উদ্দিনের ছেলে মানিক বাদী হয়ে পরশুরাম থানায় হত্যা মামলা করেছেন। আসামিরা হলেন- এছাক মিয়া, মর্তুজা হোসেন আজিম, আবুল হাশেম, জাফর আহাম্মদ। লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এজহার সূত্রে জানা যায়, বাসার সামনে সরকারি ড্রেনের ওপর দিয়ে চলাচলকে কেন্দ্র করে এছাক মিয়ার সঙ্গে বাগবিত া হয় গিয়াসের। একপর্যায়ে এছাক বাসা থেকে টেনে গিয়াস উদ্দিনকে রাস্তায় নিয়ে আসে। সেখানে তাকে মারধর ও শ্বাসরোধে হত্যা করা হয়। পরশুরাম থানার ওসি শাহাদাত হোসাইন খান বলেন, নিহতের ছেলে হত্যা মামলা করেছেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

সর্বশেষ খবর