নরসিংদীর পলাশে জনতা জুটমিলে ভাঙচুর ও লুটপাটের পর কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল সকালে মিলে এ-সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়। জনতা জুটমিলে প্রায় ৭ হাজার শ্রমিক কর্মরত। পুনরায় চালুর সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করে বন্ধ ঘোষণায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। মিল বন্ধ ঘোষণার পর কলোনি ছাড়তে বাধ্য হচ্ছেন বসবাসরত অনেকে। জনতা জুট মিলস লি. এর পক্ষে জেনারেল ম্যানেজার মতিউর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়, ৩ থেকে ৬ সেপ্টেম্বর বিভিন্ন সময়ে কিছু সংখ্যক দুষ্কৃতকারী প্রতিষ্ঠানের অভ্যন্তরে দাঙ্গা হাঙ্গামা, ভয়ভীতি প্রদর্শন এবং ভাঙচুরে লিপ্ত ছিলেন।