সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

নান্দনিক শিশুপার্ক

দিনাজপুর প্রতিনিধি

নান্দনিক শিশুপার্ক

শিশুদের চিত্তবিনোদনে বিভিন্ন খেলনার পাশাপাশি মেধা বিকাশে দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ চত্বরে নির্মাণ হয়েছে নান্দনিক শিশু পার্ক। যেখানে শোভা পাচ্ছে শিশুদের বিভিন্ন ধরনের খেলাধুলার রাইড, পশুপাখির ম্যুরাল। পার্কে দেখা যায়, শিশুদের চিত্তবিনোদনের জন্য বিভিন্ন খেলনার পাশাপাশি মেধা বিকাশে নির্মাণ হয়েছে পশুপাখির ম্যুরাল। এতে শিশু ও দর্শনার্থীরা বিনোদন-বেড়ানোই নয়, হারিয়ে যাওয়া বিভিন্ন পশুপাখির ছবির সঙ্গে পরিচিত হতে ও শিক্ষা গ্রহণ করতে পারবে। পার্কে প্রবেশের সময় শিল্পী ও ফটোগ্রাফারের ম্যুরাল আগতদের ছবি তুলছে আর সম্ভাষণ জানাচ্ছে। পার্কের মাঝে দুটি হরিণ দাঁড়িয়ে, তাদের একটি শাবক ঘাস খাচ্ছে। তার পাশে পাঁচটি বক দিয়ে নির্মিত চত্বরে পানিতে ভাসমান কুমির আর রয়েল বেঙ্গল টাইগার মুখ হাঁ করে হরিণের দিকে তাকিয়ে আছে। পশ্চিম-উত্তর দিকে সাজানো রয়েছে বল্লম হাতে খরগোশ, হাতি, জিরাফ, ঘোড়া, প্রজাপতি ও সিংহের ম্যুরাল। উত্তর-পূর্ব দিকে উড়ন্ত ঈগল, দাঁড়ানো উটপাখি ও ছবি তোলার জন্য নির্মিত রাস্তার দুই পাশে দুটি পেঙ্গুইন। তার সামনে ময়না, শালিক, ডাহুক পাখি ও নাচ অবস্থায় দুটি ডলফিন। পুব দিকে মুখোমুখি ড্রাগন ও ডাইনোসর, মাঝে একটি মোরগ। তার পাশ্বে কুনোব্যাঙ ও কচ্ছপ। তাদের সামনে কলা খাওয়া অবস্থায় বানর ও স্যালুট অবস্থানে গরিলা। বানর ও গরিলার দক্ষিণ পাশে তিনটি জেব্রা।

সর্বশেষ খবর