মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

আধিপত্যের সংঘর্ষে রণক্ষেত্র আজমিরীগঞ্জ-ফতুল্লা

হবিগঞ্জ ও নারায়ণগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউপির গ্রামে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। পশ্চিমভাগ গ্রামে গতকাল দুপুরে এ সংঘর্ষ হয়। আহত ৩০ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা। স্থানীয় সূত্র জানায়, পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য দুলু মিয়া এবং একই এলাকার মলাই মিয়ার বাচ্চাদের ঝগড়া হয়। এ নিয়ে বিবাদে জড়ান বয়স্করা। বিষয়টি সমাধানের জন্য গতকাল সকালে উভয় পক্ষের কাছে যান মুরুব্বিরা। সিদ্ধান্ত হয় সালিশ বৈঠকের। মুরুব্বিারা চলে গেলে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। দুলু মিয়ার পক্ষ নেন সাবেক ইউপি চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার। বর্তমান চেয়ারম্যান নলিউর রহমান নেন মলাই মিয়ার পক্ষ। সংঘর্ষের সময় ভাঙচুর করা হয় বাড়িঘর। আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বলেন, সাবেক ও বর্তমান চেয়ারম্যানের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে বিরোধ চলছে। বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে তারা ফের সংঘর্ষে জড়িয়েছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভুঁইগড় দারুস সুন্নাহ ইসলামিয়া কামিল মাদরাসায় অধ্যক্ষের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাসহ শিক্ষার্থী ও এলাকাবাসী পদত্যাগের দাবিতে মাদরাসায় গেলে অধ্যক্ষের পক্ষের লোকজনের সঙ্গে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী রয়েছেন। তাদের শহরের খানপুর এলাকার নারায়ণগঞ্জ ৩০০ শয্যার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম মিয়া বলেন, এমন কোনো ঘটনার খবর পাইনি। থানায় কেউ কোনো অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অধ্যক্ষ বলেন, দুপুরে শিক্ষার্থী পরিচয়ে কিছু বহিরাগত ও কয়েকজন বিএনপি নেতা প্রতিষ্ঠানে এসে আমার পদত্যাগ দাবিতে মিছিল করে। খবর পেয়ে মাদরাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা জড়ো হয়। বিক্ষোভকারীরা অধ্যক্ষের কক্ষে প্রবেশ করলে বাগবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে।

সর্বশেষ খবর