মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

জামায়াত নেতা হত্যায় সাবেক মন্ত্রীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর প্রতিনিধি

২০১৪ সালে মেহেরপুরে জামায়াত নেতা তারিক মো. সাইফুল ইসলাম হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, তৎকালীন পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নাহারের আদালতে তারিক মো. সাইফুল ইসলামের ভাই তাওফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। মামলাটি আমলে নিয়ে আদালত মেহেরপুর সদর থানাকে এফআইআরের নির্দেশ দেন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- তৎকালীন এএসপি মোস্তাফিজুর রহমান, এএসপি আবদুল জলিল, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোমিন মজুমদার, সদর এসি ল্যান্ড ফরিদ হোসেন, গাংনী র‌্যাব ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আশরাফ হোসেন, ডিএডি জাহাঙ্গীর আলম, বুড়িপোতা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আসাদ মিয়া, ওসি ডিবি বাবুল আক্তার, সদর থানার ওসি রিয়াজুল ইসলাম, ওসি তদন্ত তরিকুল ইসলাম।

সর্বশেষ খবর