মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ের ক্লাসে ফিরতে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছেন। গতকাল উপজেলার উত্তর চর কপালবেড়া এলাকার গৌরোহালিয়া খালের উত্তর প্রান্তে এ কর্মসূচি পালন করা হয়। কিছুদিন আগে খালের উত্তর প্রান্তের বসবাসরত মানুষের সঙ্গে দক্ষিণ প্রান্তের মানুষের সংঘর্ষের পর খেয়া নৌকা বন্ধ থাকায় শিক্ষার্থরা ক্লাস পারছে না।

এর পর দুই পারের মানুষের যাতায়াতের একমাত্র খেয়া নৌকাটি বন্ধ রযেছে। এ কারণে উত্তর চর কপালবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পার্শ্ববর্তী মাদরাসার শিক্ষার্থীরা ক্লাস করতে শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে পারছেন না। এ ছাড়া মুসল্লিরাও মসজিদে নামাজ আদায় করতে আসতে পারছেন না। তাই অতি দ্রুত কোমলমতি শিক্ষার্থীসহ অভিভাবকরা নৌকা আগের জায়গায় প্রতিস্থাপনের দাবি জানান। বক্তব্য রাখেন অভিভাবক মেহেরাব রিয়াজ ও সোহাগ হাওলাদার, শিক্ষার্থী রোহান, লামিয়া, মুনিয়া, সামসুদ্দিন, সিয়াম প্রমুখ।

সর্বশেষ খবর