বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে খবর

বরফকল সিন্ডিকেট ভাঙলেন ইউএনও

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটায় বরফ কল সিন্ডিকেটে দিশাহারা হয়ে পড়েছিলেন মৎস্যজীবীরা। তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। ‘পাথরঘাটায় বরফ কল মালিক সিন্ডিকেটের জিম্মি মৎস্যজীবীরা’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে খবর প্রকাশ হলে উপজেলা প্রশাসনের নজরে আসে। পাথরঘাটা বরফ কল মালিক সমিতির সদস্যদের নিয়ে সোমবার বিকালে উপজেলা পরিষদের হলরুমে জরুরি সভা হয়। সভায় সিদ্ধান্ত হয় সিন্ডিকেটে ভেঙে দেওয়ার। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, উপজেলা প্রশাসনের এমন সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকনুজ্জামান খান বলেন, এখন থেকে কোনো সিন্ডিকেট নেই। প্রতিটি বরফ কলে মূল্যতালিকা টানিয়ে রাখা ও সমিতি থেকে নির্ধারিত টোকেন বন্ধ করতে হবে। জেলেদের ইচ্ছামতো কল থেকে বরফ কেনারও সিদ্ধান্ত হয়।

সর্বশেষ খবর