বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

কুষ্টিয়া মেডিকেল পূর্ণাঙ্গ চালুর দাবি

কুষ্টিয়া প্রতিনিধি

৫০০ শয্যার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ জেলা শাখা। গতকাল কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়। অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, বিগত স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের সময় আমলাতান্ত্রিক দুর্নীতির কারণে এ হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালু হয়নি। সরকারের কাছে দ্রুত মেডিকেল কলেজ পূর্ণাঙ্গরূপে চালুর দাবি জানান তিনি। এতে আরও বক্তব্য রাখেন- মোস্তাফিজুর রহমান সুমন, আবদুর রউফ রুবেল, মনির হোসেন, রাকিবুল ইসলাম রিংকু, মনিরুল ইসলাম। ২০১০ সালে যাত্রা শুরু হয় কুষ্টিয়া মেডিকেল কলেজের। তিন বছরের এ প্রকল্পের সময় বারবার বাড়িয়ে বাস্তবায়নকাল দাঁড়িয়েছে ১৩ বছরে। পৌনে ৩০০ কোটি টাকার প্রকল্প ব্যয় বাড়াতে বাড়াতে গিয়ে ঠেকেছে ৭০০ কোটি টাকায়। ১১ মাস আগে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও ইনডোর চিকিৎসা এখনো চালু হয়নি।

সর্বশেষ খবর