বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবি

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ সভাপতি ইউজিন নকরেকসহ ১২ জনের নামে করা ‘ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহার ও আটকদের নিঃশর্ত মুক্তি দাবিতে মানববন্ধন করা হয়েছে। পরে মধুপুরের ইউএনও জুবায়ের হোসেনের মাধ্যমে জেলা প্রসাশক রবাবর স্মারকলিপি দেওয়া হয়। গারো কোচ সম্প্রদায়ের লোকরা গতকাল এ কর্মসূচি আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মধুপুরের জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের খ্যাতনামা সভাপতি ইউজিন নকরেকসহ সার্বিক মানব উন্নয়ন সংগঠনের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে গাছ চুরির মামলা দেওয়া হয়েছে। ৫ সেপ্টেম্বর টাঙ্গাইল আদালতে হাজিরা দিতে গেলে তাকেসহ ১১ জনকে জেলহাজতে পাঠানো হয়। বক্তারা এ মামলাকে মিথ্যা এবং ভূমিহীন ও আদিবাসীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন দমন করার অপচেষ্টা বলে দাবি করেন। মধুপুরের ইউএনও স্মারকলিপে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

 

সর্বশেষ খবর