মামলা থেকে নাম বাদ দেওয়া এবং নতুন নাম অন্তর্ভুক্ত করতে সলঙ্গা থানা বিএনপির এক নেতার সঙ্গে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা গোপনে বৈঠক করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার মতিকে শোকজ করেছে জেলা বিএনপি। জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর ২৭ আগস্ট রাতে সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে রামারচর এলাকার রয়েল রূপালী হোটেলে বৈঠক করেন। ওই বৈঠকের একটি ভিডিও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে এ নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বৈঠকে উপস্থিত ছিলেন- সলঙ্গা থানা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রশীদ বিএ, সাবেক ইউপি চেয়ারম্যান শফি কামাল শফি, সলঙ্গা ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, আওয়ামী লীগ নেতা শামসুল আলম, আনোয়ার হোসেন প্রমুখ। আওয়ামী লীগ নেতা শফি কামাল বলেন, ‘বিএনপি নেতা মতিয়ার রহমানের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক। মামলা-সংক্রান্ত আলাপ আলোচনা হলেও কোনো আঁতাত হয়নি।’ অভিযুক্ত বিএনপি নেতা মতিয়ার রহমান বৈঠকের বিষয়টি স্বীকার করলেও অন্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এ ব্যাপারে সংবাদ সম্মেলনও করেছেন।