বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

শিশু হত্যায় যাবজ্জীবন যুবকের

নরসিংদী প্রতিনিধি

সুমাইয়া আক্তার মিম নামে ছয় বছরের এক শিশুকে গলাটিপে হত্যার দায়ে তানভীর আহমেদ পাভেল (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদে র রায় দেওয়া হয়েছে। গতকাল নরসিংদীর অতিরিক্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভীন এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২ আগস্ট বিকালে পলাশ উপজেলার গজারিয়া গ্রামের মো. ইসমাইল হোসেন ভূঁইয়ার কন্যা সুমাইয়া আক্তার মিম বাড়ি পাশে সহপাঠির সঙ্গে খেলা করছিল। এ সময় একই গ্রামের আবদুল হাই ভূঁইয়ার ছেলে তানভীর আহমেদ পাভেল, সুমাইয়া আক্তারকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরে তার কানে থাকা দুটি স্বর্ণের দুল খুলে নিয়ে যায়। ওই সময় সুমাইয়া ঘটনা তার মাকে বলে দেবে বলে জানালে তানভীর তাকে গলাটিপে হত্যা করে। লাশ পাশের একটি পরিত্যক্ত মুরগির খামারের ভিতর নির্মাণাধীন বাথরুম ফেলে লতাপাতা দিয়ে ঢেকে চলে যায়। অনেক  খোঁজাখুঁজির পর পর দিন সকালে উল্লেখিত স্থানে সুমাইয়া আক্তারের লাশ পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের পিতা ইসমাইল হোসেন ভূঁইয়া বাদী হয়ে পলাশ থানায় একটি হত্যা মামলা করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। ওই মামলায় ১১ জন স্বাক্ষীর উপযুক্ত স্বাক্ষ্য প্রমাণে আসামি দোষী প্রমাণ হওয়ায় বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে উক্তরোক্ত রায় প্রদান করেন।

সর্বশেষ খবর