শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

পানির জন্য হাহাকার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

পানির জন্য হাহাকার

সিটি করপোরেশনের পানির গাড়ি আসার অপেক্ষায় এলাকাবাসী -বাংলাদেশ প্রতিদিন

দীর্ঘদিন ধরেই পানি সমস্যায় ভুগছেন নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ এলাকার বাসিন্দারা। নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য পানি পাচ্ছেন না। এমনকি খাবার পানি পর্যন্ত তারা পাচ্ছেন না। এখানকার বাসিন্দারা বলছেন, সিটি করপোরেশন থেকে সরবরাহ করা একটি পানির গাড়ি এলেও সেটা দিয়ে তাদের চাহিদা পূরণ হচ্ছে না। বিশেষ করে গত কয়েক দিনের তীব্র গরমে বন্দরের এ এলাকায় পানির জন্য হাহাকার চলছে। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দৌড়াদৌড়ি করেও সমস্যার সমাধান পাচ্ছেন না বলে অভিযোগ।

নবীগঞ্জ টি হোসেন রোড এলাকার বাসিন্দা সালাউদ্দিন বলেন, ‘অনেক দিন ধরে আমরা পানি সমস্যায় ভুগছি। বিভিন্ন জায়গা থেকে পানি নিয়ে চলতে হচ্ছে। আমাদের সমস্যার সমাধান হচ্ছে না। পানি সমস্যায় আমরা অনেক অসুস্থ হয়ে পড়ছি। এ সমস্যার সমাধানে সিটি করপোরেশনের কাছেও যাওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো পদক্ষেপ চোখে পড়েনি।’ তিনি আরও বলেন, ‘আমাদের এ জায়গাটা উঁচু। এখানে যে পাম্প আছে তা কুলাতে পারে না। ওয়াশার পানি এখানে ওঠে না। এখানে ডিপ টিউবওয়েল বসালে আমাদের পানি সমস্যার সমাধান হতে পারে।’ একইভাবে মোল্লাবাড়ি রোড এলাকার বাসিন্দা সানজিদা মাহমুদ বলেন, ‘প্রায় ছয় মাস ধরে পানির জন্য কষ্ট করতে হচ্ছে। একটা সংসারে পানির কত প্রয়োজন। সেখানে আমরা খাবার পানি পর্যন্ত পাই না। সকাল হলেই পানির জন্য হাহাকার শুরু হয়ে যায়। পানির প্রয়োজন হলে নদীতে যেতে হয়।’ তিনি আরও বলেন, ‘নদীর পানি ব্যবহার করলে বিভিন্ন রকমের চর্মরোগ হয়। নদীর পানি দিয়ে রান্না করা যায় না। পুকুরের পানিও দূষিত। এ পানি ব্যবহার করলে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হতে হয়। পানির জন্য এ কষ্ট সহ্য করতে পারছি না। ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে।’ সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অংকন বলেন, ‘আমাদের মেয়র যখন ছিলেন তখন তাঁকে এ সমস্যার কথা বলা হয়েছিল। তিনি বলেছিলেন বিষয়টা দেখবেন। বর্তমানে মেয়র নেই। প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি সমস্যা সমাধানের।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘বন্দরের কয়েকটি জায়গায় পানি সমস্যা সৃষ্টি হয়েছে। এ রকম মাঝেমধ্যে হয়। আমরা এ সমস্যা নিয়ে কাজ করছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। সেই সঙ্গে তাদের সমস্যা সাময়িক সমাধানের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।’

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর