শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার দাবি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থী ইমাম হাসান তাইম নিহতের মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়েছে। আদমজীনগর এমডব্লিউ কলেজের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে গতকাল এ কর্মসূচি পালন করেন। জেলা ও পুলিশ প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা তিন ঘণ্টা পর বেলা ৩টার দিকে অবরোধ তুলে নেন। ইমাম (১৯) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী এমডব্লিউ কলেজের এইচএসসির ছাত্র বলে জানা গেছে।

অবরোধের ফলে মহাসড়কের উভয়পাশে প্রায় ৮ কিলোমিটার তীব্র যানজট হয়। চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও চালকদের।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন জানান, বুঝিয়ে শিক্ষার্থীদের সড়ক সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

আন্দোলনরতরা জানান, গত ২০ জুলাই ঢাকার শনিরআখড়ায় পুলিশের গুলিতে এক পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম নিহত হন। এ ঘটনায় তাইমের এক আত্মীয় যাত্রাবাড়ী থানায় মামলা করেন। যাত্রাবাড়ী থানার এসি ইকবাল হোসেন, পরিদর্শক (তদন্ত)সহ পাঁচ পুলিশ সদস্যকে আসামি করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ এখনো কোনো আসামি গ্রেপ্তার করেনি। তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর