শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

পশুর নদ বাঁচাতে নৌ র‌্যালি

বাগেরহাট প্রতিনিধি

পশুর নদ বাঁচাতে নৌ র‌্যালি

‘দূষণ বন্ধ করে সুন্দরবনের প্রাণ পশুর নদ বাঁচাও। কয়লার ব্যবহার বন্ধ করে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করো। ২০৩৫ সালের মধ্যে এশিয়া থেকে কয়লাভিত্তিক জ্বালানি প্রকল্প তুলে দিতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে কয়লার পরিসমাপ্তি এবং নবায়নযোগ্য জ্বালানি শক্তিতে রূপান্তর এখন সময়ের দাবি।’ জলবায়ু ন্যায্যতার জন্য বিশ্বব্যাপী আন্দোলনের অংশ হিসেবে বাগেরহাটের মোংলায় গতকাল নৌ র‌্যালি ও মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। পশুর রিভার ওয়াটারকিপার নুর আলম শেখ বলেন, কয়লায় নির্ভরশীল বৃহত্তম বাজার হচ্ছে এশিয়া। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে কয়লার পরিসমাপ্তি এবং নবায়নযোগ্য জ্বালানি শক্তিতে রূপান্তর মাইলফলক অগ্রগতি হিসেবে বিবেচ্য হবে। অবিলম্বে সুন্দরবনবিনাশী সব কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে হবে।

সর্বশেষ খবর