শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

বন্যার ক্ষতি পুষিয়ে দিতে পারে সরিষা মাষকলাই

কুমিল্লা প্রতিনিধি

বন্যার কারণে কুমল্লিার অনেক জমি এখনো পানিবন্দি। সেখানে রোপা আমন ধান লাগানো যাচ্ছে না। ২০ সেপ্টেম্বরের পর এসব মাঠে রোপা আমন না লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে। কারণ এ সময়ের পর ধানের চারা রোপণ করলে ফুল আসবে শীতের সময়। এতে ফসল নষ্ট হবে। এ ছাড়া সমস্যা হবে বোরো চাষেও। সেসব জমিতে অক্টোবরের প্রথম সপ্তাহে স্বল্প মেয়াদি রবিশস্য যেমন লাল শাক, পাট শাক, ধনিয়া, সরিষা ও মাষকলাই চাষ করে কৃষক ক্ষতি পুষিয়ে নিতে পারেন, এমন পরামর্শ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা)। এ অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সরিষা ও মাষকলাই বীজ বিতরণেরও আশ্বাস দেওয়া হয়েছে। বিনা কুমিল্লা উপকেন্দ্রের বীজতলায় উৎপাদন করা ধানের চারা ১৫-২০ সেপ্টেম্বরের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণ করা হবে। বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং স্বল্পমেয়াদি জাতগুলোর পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল শীর্ষক দিনব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণে এ তথ্য তুলে ধরা হয়। বিনা কুমিল্লা উপকেন্দ্রে গত বৃহস্পতিবার হয়ে এ প্রশিক্ষণ। কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বিনার মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ। প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে কৃষক, কৃষি কর্মকর্তা ও পেশাজীবীরা অংশ নেন।

দ্বিতীয় পর্বে বিনা উদ্ভাবিত জাত এবং প্রযুক্তিনির্ভর চাষাবাদ, বীজ উৎপাদন ও সংরক্ষণ কলাকৌশল শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর