শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

আগের সভাপতির স্বাক্ষরে এখনো তোলা হয় বেতন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সারিয়াকান্দি উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি এখনো পরিবর্তন হয়নি। আগের সভাপতির স্বাক্ষরেই উত্তোলন করা হচ্ছে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি। এ ছাড়া জমা দেওয়া হয়নি প্রতিষ্ঠানের তথ্য। জানা গেছে, ২০ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন অনুযায়ী এমপিওভুক্ত বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি এবং এডহক কমিটি বাতিল করা হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব অর্পিত হয়েছে উপজেলা পর্যায়ে ইউএনও ও প্রশাসকের ওপর। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষক এবং কর্মচারীদের বেতন-ভাতা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতির স্বাক্ষরেই হয়ে থাকে। সে অনুযায়ী সারিয়াকান্দি উপজেলার এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গত আগস্ট মাসের বেতন ইউএনও তৌহিদুর রহমানের স্বাক্ষরে উত্তোলিত হয়েছে। কর্ণিবাড়ী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসা এবং জোরগাছা ফাজিল ডিগ্রি মাদরাসার শিক্ষক কর্মচারীরা তাদের বেতন-ভাতাদি উত্তোলনের ক্ষেত্রে বর্তমান সভাপতির স্বাক্ষর গ্রহণ করেননি। তারা আগের সভাপতির স্বাক্ষরেই গত আগস্ট মাসের বেতন-ভাতাদি। সারিয়াকান্দি ইউএনও ও পৌর প্রশাসক তৌহিদুর রহমান বলেন, বিষয়টি তার জানা ছিল না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সঠিক বিষয় জেনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর