সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, দুজন ফের রিমান্ডে

ত্বকী হত্যা মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার কাজল হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে গতকাল তার জবানবন্দি রেকর্ড করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার অন্য দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আরও তিন দিনের রিমান্ডে নিয়েছে র‌্যাব। রিমান্ডপ্রাপ্তরা হলেন- সাফায়েত হোসেন শিপন ও মামুন মিয়া। তাদের আবারও পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে উপস্থিত করা হলে বিচারক শুনানি শেষে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ৯ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। ৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ থেকে সাফায়েত হোসেন শিপন ও মামুন মিয়াকে এবং ঢাকার ধানমন্ডি থেকে কাজল হাওলাদারকে গ্রেপ্তার করে মামলার তদন্ত সংস্থা র‌্যাব। ১১ সেপ্টেম্বর ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয় মামলার প্রধান আসামি আজমেরী ওসমানের সাবেক গাড়িচালক জামশেদ শেখকে। জামশেদ র‌্যাবের রিমান্ডে রয়েছে।

সর্বশেষ খবর