সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

পদ্মার ভাঙন প্রতিরোধের দাবিতে পাউবো ঘেরাও

কুষ্টিয়া প্রতিনিধি

পদ্মার ভাঙন প্রতিরোধের দাবিতে পাউবো ঘেরাও

বৃষ্টি উপেক্ষা করে জড়ো হন শত শত মানুষ -বাংলাদেশ প্রতিদিন

পদ্মার ভাঙন প্রতিরোধের দাবিতে কুষ্টিয়ার মিরপুরে উপজেলার কয়েক শ মানুষ বিক্ষোভ ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও করেছে। বৃষ্টি উপেক্ষা করে গতকাল দুপুরে এ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভকারীরা বলেন- পাউবোর অবহেলায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া, বহলবাড়িয়া ও সাহেবনগরসহ আশপাশের এলাকার কয়েক শ বাড়িঘর নদীতে বিলীন হয়েছে। ভাঙন রোধে পাউবোর অবহেলার অভিযোগ তুলে নানা স্লোগান দেন। তারা বলেন- হুমকির মুখে পড়েছে কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়ক। দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগের গুরুত্বপূর্ণ এ সড়ক যে কোনো সময় নদীর পেটে চলে যেতে পারে। সাহেবনগর নদী ভাঙন প্রতিরোধ কমিটির আহ্বায়ক মেহেদী হাসান অপু বলেন, তিন বছর ধরে শত শত একর আবাদি জমি বিলীন হয়েছে। বর্তমানে জাতীয় গ্রিডের ছয়টি বিদ্যুৎ সঞ্চালনের টাওয়ারসহ বসতবাড়ি, শতবর্ষী স্কুল-কলেজ হুমকির মুখে রয়েছে। কুষ্টিয়া ঈশ্বরদী-মহাসড়ক থেকে নদী মাত্র ৫০ মিটার দূরে রয়েছে। সড়কটি যে কোনো সময় ভাঙনের কবলে পড়বে।

পাউবো কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, সাহেবনগর বেড়িবাঁধসহ বিপর্যস্ত এলাকায় দ্রুতই জিওব্যাগ ও টিউব ব্যাগ ফেলা শুরু হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে দেড় থেকে দুই মাসের মধ্যে শুরু হবে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ।

সর্বশেষ খবর