সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

জমি ভরাট করে চাঁদাবাজি বন্ধে আলটিমেটাম

নরসিংদী প্রতিনিধি

সদর উপজেলার আলোকবালিতে বালু দিয়ে ফসলি জমি ভরাট করে কৃষকদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধে তিন দিনের আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র ও ভুক্তভোগী পরিবার। গতকাল বিকালে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। পুলিশ সুপার ও সেনাবাহিনীর কাছেও স্মারকলিপি দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বলছে, জোরপূর্বক কৃষি জমি ভরাট করা হয়েছে। কৃষি জমির ঘাটতিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ক্ষতি পরও প্রতিটি গ্রামে দুর্বৃত্তরা প্রতি শতাংশের বিপরীতে কৃষকদের কাছ থেকে ১৫-২০ হাজার টাকা আদায় করছে। কৃষকদের  ক্ষতিপূরণের পরিবর্তে উল্টো কৃষকরা টাকা-পয়সা না দিলে তাদের মারধর করা হচ্ছে। নরসিংদী জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী বলেন, শিক্ষার্থীরা যে দাবিগুলো জানিয়েছেন সেগুলোর বিষয়ে আমরা অবগত। অবৈধভাবে বালু তুলে কৃষকের জমি ভরাট করা আইনত অপরাধ। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ খবর