সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা

রাজশাহীর পুঠিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে শুক্রবার ও শনিবার পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির দুজন নেতা-কর্মী আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুঠিয়া থানায় মামলা দায়েরের পর বিএনপির দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত দুজন হলেন- উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রহমান ও স্থানীয় বিএনপির কর্মী সুজন আলী। তাদের বাড়ি ধোপাপাড়া গ্রামে। আহত দুজনের মধ্যে মঞ্জুরকে শুক্রবার গভীর রাতে ও সুজনকে শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে জিউপাড়া ইউনিয়নের বিলমাড়িয়া ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি শামীম হোসেন ও বিএনপির কর্মী মো. তুষারকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন বিকালে বিএনপি নেতা শামীম হোসেন পূর্বশত্রুতার জেরে তার অনুসারীদের নিয়ে বিলমাড়িয়া পূর্ব পাড়ার বিএনপির কর্মী শোভা ও আবদুল হামিদকে মারধর করেন। ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনের অভিযোগ, শামীমের সঙ্গে আওয়ামী লীগের দুজনও মারধরে যোগ দেন। তারা আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে শামীমের ক্যাডার হিসেবে যোগ দিয়েছেন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়। এ নিয়ে সাত-আট দিন আগে ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতারা বিলমাড়িয়ায় একটা সমঝোতার জন্য বসেছিলেন। কিন্তু সেখানেও সমঝোতা হয়নি।

সর্বশেষ খবর