সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

স্টেট ইউনিভার্সিটিতে বন্ধ ক্লাস-পরীক্ষা

শিক্ষার্থীদের ওপর হামলা ক্যাম্পাসে উত্তেজনা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টেট ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের ওপর ফার্মেসি বিভাগের দফায় দফায় হামলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাঞ্চন ব্রিজ এলাকায় ইউনিভার্সিটির ক্যাম্পাসে শনিবার এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে গতকালও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মার্কেটিং ও জনসংযোগ বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ওমর ফারুক তারেক। শনিবারের হামলায় আইন বিভাগের অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে দুজনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা জানান, বাসের সিট দখলকে কেন্দ্র করে কিছুদিন ধরে ফার্মেসি ও আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। শনিবার ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা আইন বিভাগের শিক্ষার্থীদের ওপর বারবার হামলা করে। উপাচার্য অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত ক্লাস বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি বিবেচনায় ক্লাস পুনরায় শুরু করা হবে।

সর্বশেষ খবর