শিরোনাম
বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

অলকা গ্রাম এখন বালুমহাল

ফেনী প্রতিনিধি

অলকা গ্রাম এখন বালুমহাল

পরশুরামের চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা গ্রাম পুরোটাই এখন যেন বালুমহাল। বালুর নিচে তলিয়ে আছে এই গ্রামের বসতঘর, পুকুর, রাস্তাঘাট, পুল-কালভার্ট ফসলি জমিসহ সব কিছু। চারদিকে শুধু বালু আর বালু।  গত ২০ আগস্টের ফেনীর ইতিহাসের স্মরণকালের ভয়াবহ বন্যা উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ফেনী জেলার ৮৮২.২৯ বর্গকিলোমিটার এলাকা ক্ষয়ক্ষতি হয়। জেলার প্রায় ৮০ শতাংশ জায়গা পানির নিচে তলিয়ে যায়। মুহুরী, কহুয়া ও সিলোনীয় নদীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকা দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করায় এসব এলাকার বেশি ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যে পরশুরামের চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা গ্রাম এখন যেন বালুমহাল। এই এলাকা থেকে বন্যার পানি নেমে গেছে প্রায় ২০ দিন আগে। পানি না থাকলেও বসতঘরে ফিরতে পারছেন না এলাকার বাসিন্দারা। পরশুরামের ইউএনও আফরোজা হাবিব শাপলা বলেন, ওই এলাকার বসতঘর, পুকুর, রাস্তাঘাট, পুল-কালভার্ট ফসলি জমি পলিমিশ্রিত বালুর নিচে তলিয়ে গেছে। গ্রামের সড়কগুলো খুঁজে বের করতে দীর্ঘ সময় লাগবে। এ ছাড়া কয়েকটি পরিবার এখনো ঘরে ফিরতে পারেনি। ঘরের চারপাশে বালুর স্তূপ রয়েছে।

সর্বশেষ খবর