শিরোনাম
বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সাবেক মন্ত্রী জিল্লুল হাকিমের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

রাজবাড়ী প্রতিনিধি

সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োসহ ১০ জনের নামে চাঁদাবাজির মামলা হয়েছে। পাংশা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ বি এম নাজিমুদ্দিন আহম্মেদ নামে একজন গতকাল মামলাটি করেন। অন্য আসামিরা হলেন- পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার তাসবির হাসান সিসিল, মাসুদ উল আলম, আকবর আলী প্রমাণিক, জমির হোসেন জিকু, ছানারুদ্দিন খান, মতিয়ার রহমান, মাহবুবুল আলম, ইদ্রিস মন্ডল। মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী নাজিমুদ্দিন আহম্মেদ। প্রধান আসামি সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের নির্দেশে ২ ও ৩ নম্বর আসামি তাকে সাধারণ সম্পাদক পদ থেকে সরে যেতে বলেন। পদত্যাগ না করায় গত বছরের ৪ এপ্রিল অন্য আসামিরা বাদীর মাথায় পিস্তল ঠেকিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। সাত দিনের মধ্যে চাঁদা না দিলে ও কমিটি থেকে পদত্যাগ না করলে খুন করে লাশ গুম করার হুমকি দেন এবং ফাঁকা গুলি করে চলে যান। অ্যাড. আবদুর রাজ্জাক বলেন, আদালতের বিচারক ইকবাল হোসেন মামলা আমলে নিয়ে পিবিআইকে ২০ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ খবর