বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সন্দেহে গণপিটুনি, প্রাণহানি দুজনের

নিজস্ব প্রতিবেদক বগুড়া ও খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরির সন্দেহে গণপিটুনিতে মো. মামুন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল ভোর ৫টার দিকে খাগড়াছড়ি পৌর সভার ৬ নম্বর ওয়ার্ডেও নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মামুন খাগড়াছড়ির শালবন মধ্যপাড়ার মৃত. নূর নবীর ছেলে। স্থানীয়রা জানায়,  এক ব্যক্তির মোটরসাইকেল চুরিতে গিয়ে লোকজনের হাতে ধরা পড়লে গণপিটুনির শিকার হয়। পরে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু ঘটে। আরএমও রিপল বাপ্পী জানান, লাশটি পোস্টমডেমের জন্য খাগড়াছড়ি হাসপাতালে রয়েছে। পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, গণপিটুনির বিষয়টি জানা নেই। গণপিটুনিতে যুবকের মৃত্যু, গাড়িতে আগুন : বগুড়ার শেরপুরে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে আছির আলী প্রামাণিক (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় একটি পিকআপে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার শুবলী গ্রামে এ ঘটনা ঘটে। আছির আলীর বাড়ি  উপজেলার মহিপুর কলোনি গ্রামে। এলাকাবাসী জানায়, রাত ৩টার দিকে শুবলী দক্ষিণপাড়ার মিজানুর রহমানের বাড়ি থেকে একটি গরু চুরি হয়। তারা গরুটি পিকআপে তুলছিল। এ সময় পাহারায় থাকা গ্রামবাসী তা দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে গরু চোরদের ধাওয়া করে। এ সময়  আছির আলীকে আটক করে এলাকাবাসী। শুবলী উচ্চবিদ্যালয় মাঠে নিয়ে বিক্ষুব্ধ গ্রামবাসী আছিরকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  এসআই আমিরুল ইসলাম বলেন, খবর পেয়েই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনে। ময়নাতদন্তের জন্য লাশ শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর