বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

র‌্যাম্প নির্মাণ বন্ধের দাবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্প নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন। গতকাল সকালে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীরা জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে র‌্যাম্প নির্মাণকাজের ফলে স্কুলের সামনে সব সময় যানজট লেগে থাকে। মূল সড়ক দুই তৃতীয়াংশই ছোট হয়ে গেছে। ফলে প্রতিদিন ক্লাস শুরুর আগে ও পরে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া স্কুলের বিপরীত পাশে আছে সিএমপি স্কুল অ্যান্ড কলেজ। তাই আমরা স্কুলের সামনে র‌্যাম্প নির্মাণ বন্ধের দাবি জানাই।

সর্বশেষ খবর