শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

কৃষককে পিটিয়ে হত্যা, বিচার দাবিতে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলায় মন্দিরের হিসাব নিয়ে বিরোধের জেরে প্রশান্ত হালদার (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দোষীদের বিচার দাবিতে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে পরিবার ও এলাকাবাসী। প্রশান্ত হালদার রাজৈর উপজেলার সুতারকান্দি গ্রামের গণেশ হালদারের ছেলে। স্থানীয়রা জানান, গত শনিবার সন্ধ্যার পর প্রশান্ত কয়েল আনার জন্য সাধুর ব্রিজ এলাকায় যান। বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে একই গ্রামের পাঁচ-ছয়জন তাকে বেধরক লাঠিপেটা করে।

ঘটনাস্থলেই প্রশান্তর মৃত্যু হয়। রাত ৮টার দিকে রাধাগোবিন্দ মন্দিরের ভিতরে দরজার পাশে তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরদিন লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। ওসি মাসুদ খান বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

 

সর্বশেষ খবর