শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

অবৈধ সোতি জাল উচ্ছেদ

নাটোর প্রতিনিধি

অবৈধ সোতি জাল উচ্ছেদ

নাটোরের সিংড়ায় অবৈধ সোতি জালের পাঁচটি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। গতকাল উপজেলার সোনাইডাঙ্গা খাল ও পাটকোল বিলে পাঁচ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় জালে আটকে থাকা প্রায় ১ টন দেশি প্রজাতির জীবিত মাছ অবমুক্ত করা হয়। জানা যায়, নদী বা বিলে পানি আসার পর থেকে কিছু অসাধু ব্যক্তি সোতি, বানাসহ বিভিন্ন অবৈধ পন্থায় মৎস্য শিকার করে আসছিল। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর শুরু থেকেই অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা, সাজা ও জরিমানা করলেও বন্ধ হচ্ছে না অবৈধ মৎস্য শিকার। গতকাল সোনাইডাঙ্গা খালে তিনটি ও পাটকোল বিলে দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা জানান, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অবৈধ সোতি জালের স্থাপনা উচ্ছেদে কাজ করছে। উচ্ছেদ অভিযান চলমান থাকবে। এর পরেও কেউ সোতি বা বাঁনা দেওয়ার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর