শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সাত জেলায় সড়কে শিশুসহ নিহত ১১

প্রতিদিন ডেস্ক

সাত জেলায় সড়কে শিশুসহ নিহত ১১

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়ায় বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাজিম উদ্দিন (৩৮) নামে এক হাফেজ নিহত হয়েছেন। এদিকে গতকাল সকালে সীতাকুন্ডু  উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় ফারুক (৫০) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ : গতকাল সকালে তারাকান্দা তালদিঘী পশ্চিমপাড়া এলাকায় প্রাইভেট কার ও অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন- অটোচালক রব মিয়া (২২) ও যাত্রী রাহাত হোসেন (৩২)। কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে লরির ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। টাঙ্গাইল : ধনবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল সকালে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধোপাখালীর বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবু রায়হান (৩০) ও মোফাজ্জল হোসেন। পঞ্চগড় : দেবীগঞ্জে গতকাল ট্রাক্টরের চাপায় মারা গেছে স্নেহা মণি (৯) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে মাহেন্দ্র ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয় এলাকাবাসী। ঠাকুরগাঁও : পীরগঞ্জে বৃহস্পতিবার রাতে ট্রাক্টর ট্রলির চাকায় পিষ্ট হয়ে ফয়সাল আহাম্মেদ নামে এক যুবক নিহত হয়েছেন। কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জে গাড়ির ধাক্কায় নিহত অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি দল ঝিলমিল থেকে এ লাশ উদ্ধার করে।

সর্বশেষ খবর