শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, চাই ক্ষতিপূরণ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, চাই ক্ষতিপূরণ

জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ দাবিতে সাইকেল র‌্যালি -বাংলাদেশ প্রতিদিন

‘মিলিয়ন নয় বিলিয়ন ডলারে জলবায়ু অর্থায়ন, সামরিক খরচ কমানো, পৃথিবী বাঁচাই নিজে বাঁচি’সহ বিভিন্ন স্লোগানে সাইকেল র‌্যালি হয়েছে। পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বর থেকে গতকাল সকালে র‌্যালি বের হয় পৌর শহরের প্রদক্ষিণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে হয় মানববন্ধন। জলবায়ু পরিবর্তনে ঋণ নয় ক্ষতিপূরণের দাবি জানান বক্তারা। পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংগঠন ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র সহযোগিতায় এবং পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের বাস্তবায়নে এ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন- ইউএনও রোকনুজ্জামান খান, শফিকুল ইসলাম খোকন, মেহেদী শিকদার, যুব ফোরামের সিফাত খান প্রমুখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে আজ বাংলাদেশের ঋতু বৈচিত্র্যের তারতম্য দেখা দিয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে মানুষের জীবিকার ওপর। জলবায়ু পরিবর্তনের দায় বাংলাদেশ না হলেও আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। উন্নত রাষ্ট্রের কাছে আমরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ চাই।

 

সর্বশেষ খবর