শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগী

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী বেড়েছে। হাসপাতালে ভর্তি রোগীর সবাই ঢাকা ফেরত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হাসাপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত পাঁচজন পুরুষ ও দুই নারী চিকিৎসাধীন রয়েছেন। তারা ঢাকা ফেরত। কেউ ডেঙ্গু নিয়ে ঢাকা থেকে এসেছেন, আবার কেউ ঢাকা থেকে এসে শনাক্ত হয়েছেন। গত মঙ্গলবার থেকে তারা ভর্তি রয়েছেন। সবাই শঙ্কামুক্ত। আক্রান্তদের মধ্যে রয়েছেন দিনাজপুর শহরের তামান্না ও নুসরাত। তারা ঢাকা ফেরত।  হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, জুনে দুজন, জুলাইয়ে পাঁচজন, আগস্টে ১৮ ও চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন রয়েছেন সাতজন।

সর্বশেষ খবর