শিরোনাম
রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

গাজীপুরে ছাত্র হত্যা মামলায় তাঁতী লীগ নেতা গ্রেপ্তার

গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গাজীপুরে ছাত্র হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার সন্ধ্যায় তাকে ঢাকার তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল র‌্যাব-১-এর সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) মাহফুজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তার শাহ আলম (৪৯) গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকার মৃত অলিউল্লাহর ছেলে। তিনি গাজীপুর মহানগর তাঁতী লীগের সভাপতি। র‌্যাব জানায়, আন্দোলনকে দমানোর জন্য দেশব্যাপী ছাত্র-জনতার ওপর ধ্বংসাত্মক হামলা চালায় সন্ত্রাসীরা। গত ৪ আগস্ট  গাজীপুরা এলাকায় এক ছাত্রকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা হয়। শুক্রবার সন্ধ্যায় তুরাগ থানার নয়ানগর এলাকা থেকে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই মামলার এজাহার নামীয় ১৫ নম্বর আসামি। পরে তাকে বাসন থানায় হস্তান্তর করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, গ্রেপ্তারে পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর