শিরোনাম
সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সীমান্তে রোহিঙ্গাসহ ১৬ জন আটক

ঝিনাইদহ ও হবিগঞ্জ প্রতিনিধি

অবৈধভাবে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় তিন রোহিঙ্গাসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। শনিবার রাতে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়। আটকদের মধ্যে একজন পাচারকারী (দালাল), একজন নারী ও দুজন পুরুষ (রোহিঙ্গা) এবং ছয়জন বাংলাদেশি নাগরিক (একজন নারী ও পাঁচজন পুরুষ) রয়েছেন। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ আজিজুস শহীদ জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন খবরে বিজিবি সদস্যরা টহল জোরদার করে। আটকরা ঝিনাইদহ, বাগেরহাট ও কক্সবাজারের বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ছয়জনকে আটক করেছে বিজিবি। সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ধর্মঘর বিওপির টহল দল গতকাল আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর থেকে তাদের আটক করে। তারা বাংলাদেশের নাগরিক এবং অবৈধভাবে ভারত গিয়েছিল। মাধবপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, বিজিবি আটকের পর তাদের থানায় সোপর্দ করেছে। সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর