সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তায় সেনাবাহিনী

লক্ষ্মীপুর প্রতিনিধি

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তায় সেনাবাহিনী

দুর্ভোগ : লক্ষ্মীপুরে দীর্ঘমেয়াদি বন্যায় বাড়ছে দুর্ভোগ। রামগতি ও কমলনগরের নিম্নাঞ্চলে এখনো পানিবন্দি রয়েছেন অর্ধ লক্ষাধিক মানুষ -বাংলাদেশ প্রতিদিন

বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে লক্ষ্মীপুরে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দিয়েছে সেনাবাহিনী। কমলনগর উপজেলার চরকাদিরা এলাকায় গতকাল এ সহায়তা দেওয়া হয়। এদিন চার পরিবারকে ১৬ বান্ডেল ঢেউটিন ও ১৬ হাজার টাকা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লক্ষ্মীপুরে দায়িত্বরত কর্মকর্তা মেজর জিয়াউদ্দিন আহমদ।  সেনাবাহিনী সূত্র জানায়, প্রথম ধাপে ৩৫ পরিবারকে বাসস্থান নির্মাণের জন্য ১৪০ বান্ডেল ঢেউটিন ও প্রত্যেককে ৪ হাজার টাকা দেওয়া হবে। রবিবার কমলনগর উপজেলায় ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর