শিরোনাম
সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ক্ষুরা রোগে ২৭টি গরুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী, চিলমারী, উলিপুর ও রাজারহাট উপজেলায় গরুর ক্ষুরা রোগ বেড়েছে। গত কয়েকদিনে এ  রোগে আক্রান্ত হয়ে চার উপজেলার মারা গেছে ২৭টি গরু। ক্ষুরা রোগের কারণে জেলার গবাদি পশু খামারিদের অনেকে দুশ্চিন্তায় পড়েছেন। জেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে খামারিদের চিন্তিত হওয়ার কারণ নেই। ভাইরাসজনিত ক্ষুরা রোগের চিকিৎসা হলে গরু মারা যাওয়ার আশঙ্কা থাকে না। খামারি সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের বজলের খামার চন্দ্রখানাটারী গ্রামে বেশকিছু খামারির গরুর মধ্যে ক্ষুরা রোগের প্রকোপ বেশি। এ রোগের লক্ষণ হিসেবে প্রথমে জ্বর দেখা দেয় এরপর কাঁপুনি শুরু হয়ে মুখ দিয়ে লালা পড়তে থাকে। প্রাথমিক চিকিৎসা দিলেও তা কোনো কাজে আসছে না জানান অনেক গরুর মালিক। এ গ্রামেই গত দুই সপ্তাহে অন্তত ১৫টি গরু মারা গেছে দাবি খামারিদের। উপজেলার পানিমাছকুটি গ্রামের ফরহাদ  হোসেন টুকু জানান, অনেক চিকিৎসা দেওয়ার পরও তার প্রায় পৌনে ২ লাখ টাকা মূল্যের গরুটি বাঁচানো সম্ভব হয়নি। বাকি গরুগুলোর অবস্থাও ভালো না। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, তাপমাত্রা বেশি থাকায় গরুগুলো মরেছে।

সর্বশেষ খবর