শিরোনাম
সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধে বিক্ষোভ সড়ক অবরোধ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ছাত্র-জনতা। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। কাঞ্চন সেতুর টোলপ্লাজা এলাকায় গতকাল এ কর্মসূচিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। রূপগঞ্জের ইউএনও সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সেনাবাহিনীর মেজর শরীফ দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়। শিক্ষার্থীরা জানান, ২০০৬ সালে কাঞ্চন সেতু নির্মাণের পর থেকে চলাচলকারী যানবাহনে টোল আদায় শুরু হয়। তখন ১০ বছর টোল আদায় হবে জানানো হয়। ১৮ বছর পার হলেও টোল আদায় হচ্ছে। বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা। টোল আদায়ের কারণে প্রতিদিন যানজট হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী-পথচারীরা। এ ছাড়া কাঞ্চন সেতুতে যে টোল আদায় হয় তা সরকারি কোষাগারে জমা হয় না। টোলবক্স নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সব টাকা আত্মসাৎ করে। তারা টোলপ্লাজাটি সেতুর পূর্ব পাশ থেকে সরিয়ে পশ্চিম পাশে অথবা কালাদী স্থানান্তরেরও দাবি জানান।

সর্বশেষ খবর